মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের পরিহরা সংসদে একটি ঢালাই রাস্তা নির্মাণের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি সম্পাদক রাজ্য INTTUC, নন্দদুলাল মাইতি, প্রধান ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত,কালীপদ দলাই ভূমি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি,দিপালী মণ্ডল সদস্যা ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত,শংকর দলাই,সুশান্ত কর,সেক আলতাব, সেক জামাল,দুলাল চন্দ্র দাস বিশিষ্ট সমাজসেবী ও অন্যান্য কর্মকর্তা