চুঁচুড়া-মগরা: বাড়ির সামনে বাজি ফাটাতে বারণ করায় দম্পতিকে মারধোর পুলিশের দ্বারস্থ দম্পতি ঘটনাটি চুঁচুড়ার
বাড়ির সামনে বাজি ফাটাতে বারণ করায় দম্পতিকে মারধর। চুঁচুড়া তিন নম্বর গেট সংলগ্ন লাইন ধারে বসবাস করেন মাল দম্পতি। তাদের অভিযোগ তাদের বাড়ির সামনে বাজি ফাটাতে বারণ করায় দুই প্রতিবেশী তাদেরকে ব্যাপক মারধর করে। বিষয়টি লিখিতভাবে থানায় জানিয়েছে মাল দম্পতি।