ধর্মনগর: রাস্তার পাশে বেঁধে রাখা গরুর দড়িতে লেগে দুর্ঘটনায় হাঁটু ভাঙলো বাইক চালকের ঘটনা ধর্মনগর বটরাশি সংলগ্ন এলাকায়
রাস্তার পাশে বেঁধে রাখা গরুর দড়িতে লেগে দুর্ঘটনা, হাঁটু ভাঙলো বাইক চালকের ঘটনা ধর্মনগর বটরশি জোড় কালভাট সংলগ্ন এলাকায়। আহত বাইক চালকের নাম বিশ্বজিৎ চন্দ বাড়ি লালছড়া এলাকায়।