অন্ডাল: দশটি অবৈধ টোটো বাজেয়াপ্ত করল ট্রাফিক পুলিশ, অন্ডাল ট্রাফিক গার্ডের সহযোগিতায় ১৩ টি বাজেয়াপ্ত
দশটি অবৈধ টোটো বাজেয়াপ্ত করল ট্রাফিক পুলিশ। অন্ডাল ট্রাফিক গার্ড, অন্ডাল থানার পুলিশ এবং দুর্গাপুর মোটর ভেহিকেলসের যৌথ অভিযানে ধরা পরল ১৩ টি বেআইনি টোটো সোমবার বিকেল চারটার সময়। অন্ডালের টপ লাইন মোড় এবং কাজোড়া মোড় থেকে এই ১৩ টি টোটো বাজেয়াপ্ত করা হয় এবং তুলে দেয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে । সরকারি গাইডলাইন অনুযায়ী যে সকল টোটো রয়েছে নভেম্বরের ৩১ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করানোর পর রাস্তায় চালানোর কথা।