কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরে মহিলা পুলিশ কর্মীর প্রতি শারীরিক হেনস্তার অভিযোগে চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ
গত ৩১শে অক্টোবর ২০২৫, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান চলাকালীন চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। উক্ত বারোয়ারি পুলিশ প্রশাসনের নির্দেশনা অমান্য করে তাদের প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দাঁড় করিয়ে রাখে, যার ফলে অন্যান্য প্রতিমার ভাসান কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং পুলিশের দায়িত্বপালনে বাধা সৃষ্টি হয়।কর্তব্যরত পুলিশ সদস্য এলসি/৮৯ রুবি দত্ত, এলএসআই দেবরতি বিশ্বাস ও এলসি/১৭৯৮ মন্দিরা দেবনাথ শান্তিপূর্ণভাবে ভাসান সম্পন্ন করার