নলহাটি ১: মহাসমারোহে DJ নিয়ে নলহাটি অমরাবতীর মহিলা পরিচালিত কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হল নলহাটিতে
মহাসমারোহে DJ নিয়ে নলহাটি অমরাবতীর মহিলা পরিচালিত কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হল নলহাটি শহরে। আজ বুধবার রাত্রি ৮টা নাগাদ নলহাটি ৪ নম্বর ওয়ার্ডের মহিলা পরিচালিত অমরাবতীর সার্বজনীন কালী পুজো মণ্ডপ থেকে মহাসমারোহে DJ নিয়ে শোভাযাত্রা বের করা হয় কালী প্রতিমা বিসর্জনের, পূজা মণ্ডপ থেকে বের হয়ে শোভাযাত্রা ঘোরে নলহাটি পশ্চিম বাজারে, আজকের বিসর্জনের এই শোভাযাত্রায় উপস্থিত রয়েছে পুজো কমিটির মহিলা সদস্য সহ স্থানীয় যুবক- যুবতীরা।