নন্দীগ্রাম ১: কলাবউ স্নানের মধ্য দিয়ে আজ নন্দীগ্রামে ১১৭তম বর্ষের দুর্গোৎসবের মহাসপ্তমীর পুজোর সূচনা করলো শারদীয়া উৎসব সমিতি
পূর্ব মেদিনীপুর জেলার দুর্গোৎসব গুলির মধ্যে অন্যতম১১৭ তম বর্ষের প্রাচীন নন্দীগ্রাম শারদীয়া উৎসব সমিতির দুর্গোৎসব। আজ মহাসপ্তমীর পুণ্যতিথিতে পঞ্জিকা মতে মাঙ্গলিক উপাচার মেনে কলাবউ স্নানের মধ্যে দিয়ে ১১৭তম বর্ষের দুর্গোৎসবের মহাসপ্তমী পুজোর শুভ সূচনা হল। সংস্থার সম্পাদক বুধেন্দ্রনাথ তিয়ারী বলেন ১১৭বছর পূর্বে এই পুজোর সূচনা করে ছিলেন তৎকালীনসময়ের এক সাব রেজিস্টার। পঞ্জিকা মতে মাঙ্গলিক উপাচার মেনেই এই পুজো চলে এসেছে। তিনি সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা সহ পুজো