চাকদা বনগাঁ রাজ্য সড়কে দুবরায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে আনুমানিক 2 টো নাগাদ চাকদা বনগাঁ রাজ্য সড়কের দুবারা পঞ্চায়েত এলাকায় একটি সবজি বোঝাই বোলেরো পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক চালককে ধাক্কা মারে। পরে স্থানীয় মানুষজন ওই বাইক চালককে উদ্ধার করে চাকদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়ী ও গাড়ির চালকের সন্ধান শুরু করেছে চাকদা থানার পুলিশ।