পাথরপ্রতিমা: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় ঢোলাহাট থানার পাকুড়তলা এলাকা থেকে ৩জনকে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অর্থাৎ ১৩ই নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার পাকুড়তলা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ অর্থাৎ ১৪ ই নভেম্বর শুক্রবার দুপুরে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।