কল্যাণী: বিজয়া সম্মেললোনির এক মঞ্চে বিধায়ক ও কার্তিক মহারাজ
Kalyani, Nadia | Oct 19, 2025 হালিশহরে বিবেকানন্দ ইনস্টিটিউট এ অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী 2025। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায়, মুর্শিদাবাদের বেলডাঙা আশ্রমের মহারাজ কার্তিক মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রবিবার প্রদীপ প্রজন্মের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক অম্বিকা রাই ও কার্তিক মহারাজ। তবে বেলডাঙা আশ্রমের মহারাজ এক নারী ঘটিত কেসে অভিযুক্ত ছিলেন , সেই মহারাজের সঙ্গেই বিধায়ককে দেখা গেল একই ফ্রেমে। আর এই নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।