আউশগ্রাম ২: আউশগ্রামে চুপিসারে জঙ্গলের রাস্তা দিয়ে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক একটি ট্রাক্টর
চুপিসারে জঙ্গলের রাস্তা দিয়ে বালি পাচার করা হচ্ছিল। এমনই খবর পেয়ে বুধবার ভোররাতে আউশগ্রামের সাঁলকো কালীতলা সংলগ্ন এলাকায় অভিযান চালায় ছোড়া ফাঁড়ির পুলিশ। তখনই বেআইনিভাবে অতিরিক্ত বালি নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রাক্টরকে তারা আটক করে। এই ঘটনায় এদিন আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,বালির ট্রাক্টরটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গাড়িটিকে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হস্তান্তরিত করা হয়।