বিনপুর ২: দুর্গাপুর কান্ডের প্রতিবাদে এবার বাঁশপাহাড়ীতে প্রতিবাদ মিছিল ও পথসভা BJP-র
দুর্গাপুর কান্ডের প্রতিবাদে এবার বাঁশপাহাড়ীতে প্রতিবাদ মিছিল ও পথসভা বিজেপির। বৃহস্পতিবার দুপুর নাগাদ বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের বাঁশপাহাড়ীতে বিনপু্র ২ মন্ডল বিজেপির পক্ষথেকে এই প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলটি পুরো বাঁশপাহাড়ী বাজার জুড়ে হয়। তারপর বাসস্ট্যান্ডে হয় প্রতিবাদ সভা। এদিনের প্রতিবাদ মিছিল ও পথসভা তে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সদস্য সুশীল ঘোষ, বিজেপি নেতা কাঞ্চন সিংহ।