মথুরাপুর ২: মন্ডল ঘেরী এলাকার এক গ্রামের ইটের রাস্তার বেহাল দশা #jansamasya
মথুরাপুর দু'নম্বর ব্লকের নন্দকুমারপুর অঞ্চলের মন্ডল ঘেরী এলাকায় গ্রামের ইটের রাস্তার বেহাল দশা ফলে অসুবিধায় পড়েন ওই এলাকার কিছু জনগণ থেকে ব্যবসায়ীরা। পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ রবিবার বিকাল ৫ টা নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন ওই এলাকার এক গ্রামবাসী।