জয়পুর: সিধি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ২৪ঘন্টা স্বাস্থ্য পরিসেবা চালু দাবিতে মিছিল ও সভা সিধি গ্রামে
জয়পুর ব্লকের সিধি গ্রামে দাঁড়িকুড়ি সিধি হাসপাতাল বাঁচাও কমিটির পক্ষ থেকে মিছিল পথসভা আয়োজিত হলো আজ রবিবার। দাবি একটাই সিধি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু করে ২৪ ঘন্টা স্বাস্থ্য পরিষেবার দাবি।