জলপাইগুড়ি: জলপাইগুড়িতে জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা, এক যুবককে খুনের চেষ্টা, গ্রেফতার ৫
জলপাইগুড়িতে জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার গভীর রাতে কিছু দুষ্কৃতী (জমি মাফিয়া) মিলে অনিরুদ্ধ দাস নামে এক যুবককে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, অনিরুদ্ধ দীর্ঘদিন ধরে এলাকার বেআইনি জমি দখলের বিরোধিতা করে আসছিলেন। সেই কারণেই শুক্রবার রাতে দুষ্কৃতীরা তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছ