ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে ডুমুরতলা দুর্গাপুজো কালী পুজো কমিটির এবছরের পুজোর থিম পরিবেশ
দুর্গাপুরে ডুমুরতলা দুর্গাপুজো কালী পুজো কমিটির এবছরের পুজোর থিম পরিবেশ। ৫৮ বছরে পদার্পণ করলো পুজো কমিটি। বাজেট ২৫ লক্ষ টাকা। রবিবার রাত ৮ টায় উদ্যোক্তা মিন্টু বাগচি জানালেন প্রকৃতির উপরে যে সমস্ত জিনিস তাকে সেগুলি মন্ডপে ব্যবহার করা হয়েছে। নতুন টেকনোলজি আসার পরে কাজপালা পশু পাখির ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি মূল্য পেয়ে তুলে ধরা হয়েছে। পরিবেশ রক্ষা করতে গেলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে প্রতিমা সেই আদরাই তৈরি করা হয়েছে।