কুমারগ্রাম: দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে মহিষের গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করল বারবিশার হরিমন্দির কমিটি
দুর্গা প্রতিমা বিসর্জন উপলক্ষে বৃহস্পতিবার মহিষের গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করল কুমারগ্রাম ব্লকের বারবিশা হরিমন্দির কমিটি। বারবিশা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা। জানা গিয়েছে, বারবিশা হরিমন্দির কমিটির দুর্গাপুজোর এবার ১০৪তম বর্ষ। কুমারগ্রাম ব্লকের প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম হরিমন্দির কমিটির পুজো। এদিন প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাতে উৎসাহে মেতে উঠেন বারবিশা হরিমন্দির কমিটির সদস্যরা।