রানীবাঁধে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পরিচারককে মারধর, দিদিকে শ্লীলতাহানি ও কূপ্রস্তাবের অভিযোগে টানা দুই দিন উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার সকালে ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে ফেটে পড়েন স্থানীয়রা। রাতভর আশ্বাস মিললেও পদক্ষেপ না হওয়ায় ফের অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। অভিযোগকারী যুবকের দিদি ক্যামেরার সামনে অভিযোগ তুলে ধরেন—কী বললেন তিনি, শুনুন।