কল্যাণী: চুরি যাওয়া অলংকার উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল কল্যাণী থানার পুলিশ
Kalyani, Nadia | Sep 16, 2025 দিন কয়েক আগে, দুজন কল্যাণীর বাসিন্দা, তাঁদের একটি সোনার বর্ডার দেওয়া পালা, সোনার কানের দুল, সোনার চেইন এবং সোনার আঙটি চুরি হয়। অনেক খুঁজেও তারা তাদের জিনিসগুলি পায়নি। এরপর তারা কল্যাণী থানার দ্বারস্থ হন কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কল্যাণীর থানার পুলিশ এক মহিলা অপরাধী কে আটক করে এবং চুরি যাওয়া জিনিস উদ্ধার করে। মঙ্গলবার সেই সমস্ত চুরি যাওয়া জিনিস আইনি প্রক্রিয়া মেনে সঠিক মালিকদের হাতে তুলে দিল কল্যানী থানা।