আলিপুরদুয়ার ১: ছট পূজো উপলক্ষে কালজানি ও ডিমা নদীর ঘাট সাজানোর তোড়জোড় আলিপুরদুয়ারে,ঘন ঘন পরিদর্শনে পুরসভার চেয়ারম্যান
ছট পূজো উপলক্ষে কালজানি ও ডিমা নদীর ঘাট সাজানোর তোড়জোড় শুরু হয়েছে আলিপুরদুয়ার শহরে।রবিবার দুপুর তিনটে নাগাদ বিভিন্ন ঘাট সাজানোতে ততপরতা দেখা গেলো।শহরের ৮,৯,১০,১১,১৫,১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নদীর পাশে শুরু হয়েছে ঘাট সাজানোর কাজ।ঘাটের পাশে প্যান্ডেল করা হচ্ছে।এছাড়াও ফুল দিয়েও সাজানো হচ্ছে।এছাড়াও বিভিন্ন জায়গায় মাইক বাজানোও শুরু হয়ে গিয়েছে।