অন্ডাল: ছট পুজো উপলক্ষে অন্ডালে মাছ মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ অন্ডালের বিজেপির তরফে
রাত পোহালেই খনি অঞ্চলে ভক্তির সাথে পালিত হতে চলেছে , অ বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব ছট মাইয়ার পুজো। এদিকে পুজো উপলক্ষে এলাকার মাংস ও মাছের দোকান বন্ধ রাখার নির্দেশ অন্ডালের বিজেপির তরফে। এ ধরনের ঘটনাই স্বাভাবিক ভাবেই শোরগোল খনি অঞ্চলে। রানীগঞ্জ মন্ডল চার এর আসানসোল জেলা বিজেপির প্যাডে এই নির্দেশ জারি করা হয়েছে। এই ধরনের নির্দেশ জারি হওয়ায় বিরাম মনে পড়েছেন এলাকার মাছ ও মাংস বিক্রেতারা।