কুলপি: গ্রিলের তালা ভেঙে দক্ষিণ রাজারামপুর আটেশ্বর মন্দিরের দুঃসাহসিক চুরি
গ্রিলের তালা ভেঙে ঠাকুরের জিনিসপত্র চুরি করে চম্পার দিল চোর ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর অঞ্চলের দক্ষিণ রাজারামপুর আটেশ্বর তলার মন্দিরে শুক্রবার দিন সকালে মন্দিরে এই অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় কুলপি থানার পুলিশ। ঘটনায় তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ।