শালবনিতে বিজেপির পরিবর্তন সভা। আজ রবিবার সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ ভালো করে বিধানসভার চার নম্বর মন্ডলের তিন নম্বর অঞ্চল তিলাখুলা বুথে বিজেপির তরফে আয়োজন করা হয় এই পরিবর্তন সভার। ২০২৬ এর নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে প্রস্তুতি নিচ্ছে বিজেপি, তারই অংশ হিসেবে এই পরিবর্তন সভা। এদিন নেতৃত্বরা জানান, তৃনমুলের বিরুদ্ধে বিজেপির লড়াই তীব্র থেকে তীব্রতর হবে।।।লড়াই হবে চোখে চোখ রেখে।।