রবিবার দামোদর মাস উপলক্ষ্যে হাঁসখালীতে ভাগবত পাঠ, রবিবার দামোদর মাস উপলক্ষ্যে হাঁসখালী বাসস্ট্যান্ডে ত্রিনয়নের লঞ্চ প্রাঙ্গনে হাঁসখাকি ভাগবত পাঠ সমিতির উদ্যোগে এক বিজ্ঞান সভার আয়োজন করা হয় আর এই ভাগবত পাঠ মঞ্চে ভক্তদের ভীড় লক্ষ্য করা যায় আর রবিবার সন্ধ্যে ৬ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।