রাজগঞ্জ: চালসার ডব্লিউ বি টিজিইএ হলে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ১৯ তম জলপাইগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হল
চালসার ডব্লিউ বি টিজিইএ হলে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ১৯ তম জলপাইগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হল।এদিন সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্প প্রদান করে সম্মেলনের সূচনা করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেত্রী অঞ্জু কর।উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যা সুমিতা হর চৌধুরী সহ অনান্য নেতৃত্বরা। এই সম্মেলন মঞ্চেই এদিন নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেত্বরা।