ধর্মনগর: ধর্মনগর কালি দিঘির পাড় নেতাজি মূর্তির সামনে যাত্রীবাহী টুকটুক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ আহত দুজন
ধর্মনগর কালী দিঘির পাড় নেতাজি মূর্তির পাদদেশ TR05ER3600নম্বরের যাত্রীবাহী টুকটুক ও নম্বরবিহীন একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে গুরুতর আহত স্কুটিতে থাকা দুইজন। তারা হলো যথাক্রমে জুমা রাণী নাথ ও উনার পুত্র নকশীত নাথ। তাদের বাড়ি ধর্মনগর সোনারো বাসা এলাকায়।