বর্ধমান ১: গলসী থানার বেলগ্রাম এলাকায় ভয়াবহ সড়ক পথদুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবকের এই
পূর্ব বর্ধমানের গলসী থানার বেলগ্রাম এলাকায় ভয়াবহ সড়ক পথদুর্ঘটনায় প্রাণ হারাল এক যুবক। মৃতের নাম সাগর হালদার বয়স ২৫ বছর বাড়ি গলসী থানার মিরিকপাড়া গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগর হালদার গতকাল বিকালে তাঁর এক বান্ধবীকে নিয়ে বাইকে করে বর্ধমান শহর থেকে বাড়ি ফিরছিলেন। বেলগ্রাম ওভারব্রিজের উপর হঠাৎই একটি ট্রাক ব্রেক কষে এবং দাঁড়িয়ে পড়ে। সেই সময় পেছন থেকে আসা সাগর হালদারের মোটরসাইকেল নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে গিয়ে ধাক্কা মারে