মানবাজার ১: অসমের "আমার সোনার বাংলা" গান বিতর্কে মানবাজার মহকুমা শহরে প্রতিবাদ গণনাট্য সংস্থার শিল্পীদের
অসমের "আমার সোনার বাংলা" গান বিতর্কে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে ধিক্কার জানিয়ে মানবাজার মহকুমা শহরে প্রতিবাদ গণনাট্য সংস্থার।মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ টা নাগাদ মানবাজার পোস্ট অফিস মোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়ে সমবেত কন্ঠে "আমার সোনার বাংলা" গানটি গেয়ে ওই ঘটনার প্রতিবাদ জানান শিল্পীরা।বাংলা ভাষা ও কবিগুরুর গানের প্রতি অপমান জনক বার্তা দেওয়ার জন্য অসমের সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে জানান সংগঠনের সদস্যরা।