গঙ্গারামপুর: গাজোলে মোবাইল ফোন না পেয়ে বিষপান করে আত্মঘাতী ছাত্রী,সোমবার মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ
বাবা মা মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে বিষপান করে আত্মঘাতী এক ছাত্রী।মালদা জেলার গাজোল বিল কাঞ্চন গ্রামের ঘটনা।সোমবার দুপুর ২ টা নাগাদ ওই ছাত্রীর মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম পার্বতী ওরাও (১৭) গাঙ্গরিয়া উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী সে।