বালি-জগাছা: দ্বিতীয় হুগলী সেতু সংস্কারের কারণে রবিবার তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল
দ্বিতীয় হুগলী সেতুর সংস্কারের কারণে আজ বেলা 3 টে থেকে রাত 8 টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এমনটাই নির্দেশিকা জারি করা হয় কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এই বন্ধ থাকার কারণে এদিন সন্ধ্যে নাগাদ হাওড়া সদদের বেশ কিছু রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এই যানজটে নিত্যযাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেই দিকে নজরিয়ে রাখছেন হাওড়া সিটি পুলিশের ট্রাফিক গার্ডের আধিকারিকরা রবিবার কয়েক ঘন্টার জন্য সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে।