খোয়াই: অঞ্চল কার্যালয়ে আক্রমণের প্রতিবাদে কাল ময়দানে নামছে সিপিআই (এম): খোয়াই থানায় ক্যামেরার সামনে বললেন বাম নেতা মনোজ দাস
Khowai, Khowai | Oct 6, 2025 অঞ্চল কার্যালয়ে আক্রমণের প্রতিবাদে কাল ময়দানে নামছে সিপিআই (এম): খোয়াই থানায় ক্যামেরার সামনে বললেন বাম নেতা মনোজ দাস উল্লেখ থাকে, গতকাল অঞ্চল কার্যালয়ের সামনে আক্রমণ সংঘটিত হয় রাতের আঁধারে। গোটা বিষয়টি নিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে বাম নেতা মনোজ দাস জানান, গোটা বিষয়টি আরক্ষা প্রশাসনের দৃষ্টিতে নেয়া হয়েছে।