ঝালদা ১: স্বামীজি আদর্শ মেলার প্রস্তুতি বৈঠক বাঘমুন্ডিতে
স্বামীজি আদর্শ মেলার প্রস্তুতি বৈঠক বাঘমুন্ডিতে মানভূম প্রতিভা জাগৃতি আখড়ার পক্ষ থেকে স্বামীজি আদর্শ মেলা দ্বিতীয় বর্ষ আগামী ১২ এবং ১৩ ই জানুয়ারি দুই দিনব্যাপী বাঘমুন্ডির ছাতাটাঁড় ময়দান প্রাঙ্গণে সারম্বরে আয়োজিত হবে স্বামীজি আদর্শ মেলা। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে আখড়ার পক্ষ থেকে বুধবার বিকাল ৫ টা নাগাদ প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাতীয় শিক্ষক নিবারণ চন্দ্র মাহাতো, সহ সভাপতি ধীরেন্দ্রনাথ মাহাতো প্রমুখ। দুই দিনব্যাপী