সাঁইথিয়া: অগ্রণী সমাজ ক্লাবে মহা অষ্টমীতে উপচে পড়া ভিড়, থিমে দিল্লির লালকেল্লা ছোঁয়া
আজ মঙ্গলবার মহা অষ্টমীর শুভ দিনে সাঁইথিয়া শহরের অগ্রণী সমাজ ক্লাবে দেখা গেল উপচে পড়া ভিড়। সকাল থেকেই দর্শনার্থীরা মন্ডপে ভিড় করলেও বিকেল গড়াতেই মানুষের ঢল নামে। এবারের দুর্গোৎসবে অগ্রণী সমাজ ক্লাবের থিম দিল্লির লালকেল্লা। ঐতিহাসিক স্থাপত্যের আদলে সাজানো প্যান্ডেল ও আলোয় ঝলমল কারুকাজ দেখতে ছোট থেকে বড়, সকলে ভিড় জমিয়েছেন। আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ আ