হাবরা ১: বাইক চুরির অপরাধে দুই অভিযুক্ত কে গ্রেপ্তার করল হাবরা থানা, উদ্ধার চুরি যাওয়া বাইক
হাবরা এক নম্বর রেলগেট এলাকার সোনার বাংলার কাছ থেকে একটি বাইক চুরি যায় তদন্ত নেমে বাইক চোর এবং চোরাই বাইক কেনার অপরাধে এক অভিযুক্তকে গ্রেফতার করে উদ্ধার হয় বাইক এবং দুই অভিযুক্তকে রবিবার বারাসাত আদালতে পেশ পুলিশের