শীতলকুচি: খলিসামারি গ্রাম পঞ্চায়েত অফিসে জব কার্ড ধারীরা জব কার্ডের কেওয়াইসি করতে এসে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ
শীতলকুচি ব্লকের প্রতিটি অঞ্চলে শুরু হয়েছে জব কার্ডের কেওয়াইসি (KYC) প্রক্রিয়া। সরকারি নির্দেশ মেনে হাজার হাজার জব কার্ড হোল্ডার প্রতিদিন ভিড় করছেন গ্রাম পঞ্চায়েত অফিসে। কিন্তু কেওয়াইসি করতে গিয়েই দুর্ভোগে পড়ছেন তাঁরা—কখনও সার্ভার ডাউন, কখনও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাজ না হওয়া ক্ষোভ প্রকাশ করছেন জব কার্ড ধারীরা। সোমবার খলিসামারি গ্রাম পঞ্চায়েত প্রধান কল্পনা বর্মন বলেন বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।