বর্ধমান ১: পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার সালিমডাঙ্গা গ্রামে বিষ খেয়ে আত্মঘাতী পড়ুয়া
পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার সালিমডাঙ্গা গ্রামে বিষ খেয়ে আত্মঘাতী পড়ুয়া। মৃতের নাম আফরিন খাতুন (১৫) সে স্থানীয় এক স্কুল থেকে সামনে মাধ্যমিক পরীক্ষা দিতো। তবে বিষ খাওয়া ঠিক বেশ রহস্যজনক। বিষ খাওয়ার পর গতকাল বিকেলে কলের জলে মুখ ধোবার সময় ফেনা বেরতে থাকে তখন তার মা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে আফরিন খাতুন জানায় কেউ তাকে বিষ দিয়ে গেছে আর সে বিষ খেয়েছে। তবে কে বিষ দিয়েছে তা বলতে পারেনি সে। সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে আফরিন খাতুন।