মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের পুঠিমারী এলাকায় হাই মাস্ট লাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার রাত্রে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে বিধায়ক তহবিল থেকে এই হাই মাস্ট লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই আলোর ব্যবস্থায় সন্ধ্যার পর এলাকায় নিরাপত্তা ও চলাচলের সুবিধা আরও বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।