হলদিয়া: হলদিয়া মিৎসুবিসি কারখানার গেটের সামনে টোটো চালককে মারধর টাকা ছিনতাই হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন
হলদিয়া মিৎসুবিসি কারখানার গেটের সামনে ছিনতাই, টোটো চালককে মারধর করার অভিযোগ ।গিরিশমোড়ের এক টোটো চালক পেসেঞ্জার নিয়ে মিৎসুবিসি কারখানার গেটে যায় ।ফেরার পথে তাকে বেশ কয়েকজন দুষ্কৃতি আটক করে ।টোটো চালককে ছুরি দেখিয়ে বেধড়ক মারধর করে ।তার কাছে থাকা ৩ হাজার টাকা ছিনতাই করে নেয় বলে অভিযোগ ।গুরুতর আহত অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।যুবকের নাম শেখ মোশারফ ।