সামনেই বিধানসভা নির্বাচন। সেইমতো তৃণমূলের কর্মী বৈঠক অনুষ্ঠিত হল কেতুগ্রামে। ওই বৈঠকে অংশ নেয় রাজুর অঞ্চলের বুথ স্তরের কর্মীরা। সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ বৈঠকে যোগ দেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ব্লক তৃণমূলের নেতৃত্ববৃন্দ। জানা গিয়েছে, এদিনের বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি সাংগঠনিক নানান বিষয়ে কর্মীদের সুপরামর্শ দেন বিধায়ক।