নানুর: বিজেপি নেতাদের খুনের হুমকি তৃণমূল নেতার! পাল্টা মারের নিদান বিজেপির
Nanoor, Birbhum | Nov 17, 2025 সোমবার বিকেলে বোলপুরে সুপুর গ্রামে ছিল তৃণমূলের জনসভা। সেই সভা মঞ্চ থেকে তৃণমূল নেতা বাবু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, SIR হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু ”যদি কোন বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ যায়, তাহলে যেমন আমরা হরিবোল বলতে বলতে শ্মশানে দাহ করতে যায়, ঠিক সেরকম বিজেপির দালালদের অজয় নদে বিসর্জন দেব।"এ প্রসঙ্গে এদিন সন্ধ্যায় কীর্ণাহারে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, কাউকে মারতে হবে না বাবু দাসের পাখা বড়ো হয়েছে।