ক্যানিং ১: ক্যানিং হাসপাতাল পাড়া সর্বজনীন এর পুজো মণ্ডপে মানুষের ঢল নবমীতে
ক্যানিং হাসপাতাল পাড়া সর্বজনীন দুর্গোৎসব এবার ৭২ তম বর্ষ পদার্পন করেছেন এবারে তাঁদের মণ্ডপ ভাবনা মাটির ঘরে মা। নানা ধরনের মাটির সামগ্রী, বাঁশ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। সেই সাথে অপরূপ মাতৃমূর্তি। আর এই সব দেখতেই দুর দুরন্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন মণ্ডপে। পুলিশ প্রশাসন ও তৎপরতার সাথে সেই ভিড় মোকাবিলা করছেন।