জগৎবল্লভপুর: দক্ষিণ-পূর্ব শাখার হাওড়া আমতা লাইনে রেল অবরোধ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বড়গাছিয়া স্টেশনে
দেরিতে লোকাল ট্রেন আসায় বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্য যাত্রীদের। দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইনে নিত্যদিন ট্রেন দেরিতে আসার কারণে আমতা লোকাল কি ঘিরে যাত্রী বিক্ষোভ। আজ সকাল ছটা চল্লিশে ট্রেন দু ঘন্টা দেরিতে ঢুকলে অফিস যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ট্রেনটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকাল আটটা চল্লিশ থেকে বিক্ষোভ চলছে। যাত্রীরা জানিয়েছেন এটা নিত্যদিনের সমস্যা। রেলের পদস্থ আধিকারিক এসে তাদের সময়সূচি নিয়ে আশ্বাস না দি