ধর্মনগর: কমরেড বুদ্ধদেব চৌধুরীসহ সিপিআই(এম)-এর কর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্মনগরে বিক্ষোভ মিছিল বামেদের
কমরেড বুদ্ধদেব চৌধুরীসহ সিপিআই(এম)-এর কর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আজ ধর্মনগরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটি। রাজ্যজুড়ে জাতি-উপজাতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। বিক্ষোভকারীরা জানান, পরিকল্পিতভাবে রাজ্যের শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করে বিভাজন সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই ষড়যন্ত্রের জবাব দেবে সাধারণ মানুষ।