মেদিনীপুর: প্রায় ১৮ টি পুজো কমিটি শনিবারের কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিচ্ছে মেদিনীপুরে: পৌর প্রধান
জেলা প্রশাসনের উদ্যোগে ও মেদিনীপুর পৌরসভার পরিচালনায় দুর্গাপুজোর কার্নিভালের অনুষ্ঠান এবারও আয়োজন হচ্ছে মেদিনীপুর শহরের বটতলাচল এলাকাতে। কয়েকদিন ধরেই তার প্রস্তুতি শুরু হয়েছে। প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছে শুক্রবার দুপুরে মেদিনীপুর পৌরসভাতে। পৌর প্রধান জানালেন ১৮ টি প্রায় পুজো কমিটি অংশ নিচ্ছে এ কার্নিভাল অনুষ্ঠানে।