হরিপাল: হুগলির হরিপালের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৭১ তম ঐতিহাসিক হুল দিবস পালন
বৃহস্পতিবার হুল দিবসের কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী। ১৭১তম ঐতিহাসিক হুলদিবস পালন উপলক্ষে হরিপাল ব্লকের সমস্ত আদিবাসী পাড়ায় শাল বৃক্ষ রোপন সকাল থেকে চলছে । হরিপাল ব্লক সিদু মুর্মু, কানু মুর্মু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে নারায়নপুর বাহিরখণ্ড গ্রাম পঞ্চায়েতের বালিয়া মধ্যপাড়া, হরিশপুর, শুরেরপার, জঙ্গল, নিমডাঙ্গা এলাকায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না, পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী, অন্যান্য।