ধর্মনগর: ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন এলাকার ৩টি প্রাচীন জলাশয় সংস্কারের দাবিতে রেল কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান
ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন এলাকার ৩টি প্রাচীন জলাশয় দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে।এলাকাবাসীর উদাসীনতা ও রেল কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলার ফলে। নবযুগ ক্লাব এবং রেলওয়ে দিঘী বাঁচাও কমিটি যৌথভাবে রেল কর্তৃপক্ষের নিকট এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবির মূল লক্ষ্য—অবিলম্বে রেলওয়ের আওতাধীন এই তিনটি দিঘী সংস্কার, পরিষ্কার এবং সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা। রেলওয়ে দিঘী বাঁচাও কমিটির সদস্যরা জানান।