চাকদা: মহাকাল এর শো দেখতো চাকদা উত্তর লালপুর অশোক সংঘের কালী পুজোর মণ্ডপে বুধবার রাতে উপচে পড়লো দর্শনার্থীদের ভীড়
Chakdah, Nadia | Oct 22, 2025 মহাকাল এর শো দেখতো চাকদা উত্তর লালপুর অশোক সংঘের কালী পুজোর মণ্ডপে বুধবার রাতে উপচে পড়লো দর্শনার্থীদের ভীড়। প্রসঙ্গত প্রত্যেক বছর চাকদার উত্তর লালপুর অশোক সংঘ তাদের কালী পূজায় নতুন ধরনের থিম ভাবনা দিয়ে মানুষের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। আর তারই অঙ্গ হিসেবে এবছর তাদের পুজোর থিম মহাকাল। আর প্রত্যেকদিন সন্ধ্যা থেকে শুরু হচ্ছে মহাকালের শো। যা চলবে আগামী 23 তারিখ পর্যন্ত। আর এই মহাকালের শো দেখতে মানুষের ঢল নামেছে পূজা মণ্ডপে।