ইংরেজবাজার: দেব শিল্পী বিশ্বকর্মা পূজোর আরাধনায় মাতোয়ার গোটা রাজ্য,একই সঙ্গে বিশ্বকর্মা পূজোর আরাধনায় মালদাও
দেব শিল্পী বিশ্বকর্মা পূজোর আরাধনায় মাতোয়ার গোটা রাজ্য। একই সঙ্গে বুধবার সকাল থেকেই বিশ্বকর্মা পূজোর আরাধনায় মেতেছে মালদাও। জেলার বড় বড় শিল্প কারখানা থেকে শুরু একাধিক যানবাহন প্রতিষ্ঠান সব জায়গাতেই আয়োজন করা হয়েছিল বিশ্বকর্মা পূজোর। সেই সঙ্গে জেলার একাধিক হিম ঘর গুলিতেও অতি নিষ্ঠার সাথে বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয়েছিল। সামিল হয়েছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা।