বারাসাত ১: সম্প্রীতির বার্তা দিয়ে বিশ্বকর্মা পুজো করল বারাসাত থানার গাড়ি চালকরা
সম্প্রীতির বার্তা দিয়ে বিশ্বকর্মা পুজো করল বারাসাত থানার গাড়ি চালকরা বারাসাত থানার গাড়িচালকদের উদ্যোগে এবারে ২৮ বছরে পদার্পণ করল এই পুজো। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, মিরাজ, সুব্রত, আমিরুল, বাপি ,গিয়াস শুভরা। জাত ধর্ম না ভেবে সম্প্রীতির বার্তা দিয়ে মহাসড়ম্বরে এই পূজোর আয়োজন করা হয়। দুপুর ২ টো নাগাত সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুজো কমিটির সদস্যরা কি বলছেন শুনুন