আলিপুরদুয়ার ১: স্বামী দীর্ঘদিন থেকে বাড়ির বাইরে,বাড়িতে বিষ খেয়ে অসুস্থ রায়ডাকের মহিলার মৃত্যু হলো জেলা হাসপাতালে;ময়নাতদন্তের হলো
স্বামী দীর্ঘদিন থেকে স্বামী পরিযায়ী শ্রমিক হিসেবে লাদাকে কাজ করছে।আর বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে থাকছে।সেই স্ত্রী বিষ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।এই ঘটনা আলিপুরদুয়ার জেলার রায়ডাক একাকার। গত ১৭ অক্টোবর ওই মহিলা অসুস্থ হলে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই শনিবার রাতে তার মৃত্যু হয়েছে।রবিবার ওই দেহের ময়নাতদন্ত হলো আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম হেমা এক্কা ।